সম্মানিত গ্রাহকবৃন্দ,
আগামীকাল ২৮ মে ২০২১ দুপুর ২ টা থেকে রাত ১০ টা পর্যন্ত ৮ ঘন্টা বাংলাদেশের অন্যতম সাবমেরিন ক্যাবল SEA-ME-WE 4 সম্পূর্নরুপে বন্ধ থাকবে।

 এতে আমাদের দেশে ব্যান্ডউইথ সংকট দেখা দিবে যার কারনে প্রচুর প্যাকেট লস, হাই ল্যাটেন্সি ও স্লো কানেকটিভিটি ফেস করতে পারেন। 

এর কারণে আইপিটিভি থেকে শুরু করে ইন্টারনেট এর যাবতীয় সেক্টরের সমস্যা দেখা দিতে পারে।
নিচে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি (বিএসসিসিএল - BSCCL) এর প্রেস বিজ্ঞপ্তি যুক্ত করে দেওয়া হল।


Smart Net BD এর সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।